বাংলায় কৃষি বিভাগে নিয়োগ শয়ে শয়ে কর্মী! মাসিক বেতন ২৫,২০০


রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। অতি শীঘ্রই মোটামুটি ২০২১ সালের প্রথম দিকেই বাংলার সরকার কৃষি বিভাগে নিয়োগ করতে চলেছেন প্রচুর কর্মী। নিয়োগ করা হবে প্রায় ১২০০ শূন্য পদে। নবান্ন সূত্রে প্রাপ্ত এক খবর অনুযায়ী যারা আগের থেকেই কাজ করতেন তাদের হবে পদোন্নতি, যার ফলে সৃষ্টি হবে বিরাট শূন্যপদের।


শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে যেকোনো শাখা থেকে হোক।
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের প্রার্থীরাও সে হিসেবে আবেদন করতে পারবেন।


বয়স:
প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ এর মধ্যে। SC ও ST দের ক্ষেত্রে বয়সে ৫ বছর এবং OBC দের জন্য বয়সে ৩ বছরের ছাড় থাকবে।


এছাড়াও প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ( West Bengal PSC)

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী নিয়োগ করা হবে মোট দুটি পরীক্ষার মধ্য দিয়ে তথা দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের, যেখানে থাকবে অ্যারিথমেটিক, ইংরেজি এবং জেনারেল স্টাডিজ বিষয়। এবং দ্বিতীয় পর্যায়ে শুধু ইংরেজি বিষয়ের ওপর পরীক্ষা হবে ৩০ নম্বরের।

বেতন: মাসিক বেতন থাকবে ৫,৪০০-২৫,২০০। সঙ্গে থাকছে গ্রেড পে ২,৯০০ টাকা।

অতি শীঘ্রই অফিসিয়াল নোটিশ জারি করে নেওয়া হবে পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *