সরকারি চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে এবার এক অন্যতম শিল্প ক্ষেত্রে নেওয়া হবে অসংখ্য কর্মী। মূলত রাজ্যের পাট শিল্পের আওতায় জুট মিল গুলিতে প্রশিক্ষণের মাধ্যমে অনেক কর্মী নেওয়া হবে। এখানে প্রশিক্ষণ কালীন সময়ে বেতনের পাশাপশি আরও অনেক সুযোগ সুবিধা এবং প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ করে দেওয়া হবে। আপনি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং যেকোনো জেলারই অন্তর্গত হন না কেন এখানে আবেদনের জন্য বিস্তারিত জেনে নিতে আমাদের সঙ্গে থাকুন।

WB Jute Industry Recruitment 2022

দিনের পর দিন রাজ্যের শিল্প ক্ষেত্রে ভাঙন দেখা দিচ্ছে, বাদ পড়েনি পাট শিল্প (Jute Industry) এবং এর ফলে পশ্চিমবঙ্গ শিল্প অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এমন অভিনব কর্মসূচি ও উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিশেষ আকর্ষণ:
এখানে প্রথম তিন মাস তথা ৯০ দিন প্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের আরও সুদক্ষ করে তোলা হবে পরবর্তী ধাপে কাজ করার জন্য। সব থেকে বড় কথা হলো প্রশিক্ষণ চলাকালীন তাদের বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ ব্যবস্থাকে দেড় দেড় মাস করে দুটি পর্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে এবং দুটি ক্ষেত্রেই বেতনের পরিমাণ ভিন্ন।
প্রথম ৪৫ দিন: 
প্রথম দেড় মাস তথা ৪৫ দিনে প্রার্থীদের Theoretical তথা তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ পুঁথিগত জ্ঞানের ওপর বেশি জোর দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন পাট শিল্প কারখানায় নিয়ে গিয়ে তাদের মেশিন সম্পর্কে অবগত করানো হবে।
বেতন তথা বৃত্তি: 
এই প্রথম দেড় মাস তাদের প্রতি দিন হিসাবে ২০০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। 
পরের ৪৫ দিন:
পরের ৪৫ দিনে তাদের Practical প্রশিক্ষণ দান করা হবে তার দ্বারা প্রার্থীরা তাদের কাজ সম্পর্কে সরাসরি অবগত হইবেন। 
বেতন: 
পরের ৪৫ দিন প্রার্থীদের দিনে ২৫০ টাকা করে ভাতা প্রদান করা হবে।
খাবার খরচ:
ট্রেনিং চলাকালীন প্রার্থীদের দৈনিক খাবার খরচ বাবদ ৮০ টাকা করে দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তা:
মোট ৯০ দিন তথা ৩ মাসের প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর সরাসরি ভাবে কর্মীদের কোনো চাকরি দেওয়া হবে না ঠিকই তবে কর্ম নিশ্চয়তা ও উচ্চ বেতন সঙ্গে অন্যান্য নানান সুবিধা প্রদান করা হবে। এখানে কর্মীরা তাদের প্রশিক্ষণের বেড়াজাল থেকে বেরিয়ে এসে সফল প্রশিক্ষণ শেষে উচ্চ বেতনে কাজ করতে থাকবেন সঙ্গে এখান থেকেই ভবিষ্যতে চাকরির জন্য প্রস্তুত করে তোলা হবে।
বেতন: 
এখানে কর্মীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। তাদের দিনে মূল বেতন ৩৭০ টাকা দেওয়া হবে এবং হাজিরা উৎসাহ ভাতা বাবদ দেওয়া হবে ১৫ টাকা প্রতিদিন হিসাবে। অর্থাৎ কাজের জন্য উৎসাহিত করা হবে তাদেরকে এবং মাসে এই বেতন দারাচ্ছে ১১,৫৫০ টাকা।
অন্যান্য সুযোগ সুবিধা:
এখানে বেতন ভাতা ছাড়াও কর্মীদের অন্যান্য কিছু বিশেষ সুবিধাবলী প্রদান করা হবে। কর্মীদের পি.এফ, ই.এস.আই, বোনাস, গ্র্যাজুইটি, বাড়িভাড়া, ভাতা, উৎসবের ছুটির মজুরি ইত্যাদি সুবিধাবলী দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি যেকোনো জেলা থেকে আপনি এই চাকরির।জন্য আবেদন করতে পারেন।
বয়সসীমা:
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া:
অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মধ্য দিয়ে আপনি আবেদন করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে (যার লিংক নিচে দেওয়া আছে) আবেদনপত্র সংগ্রহ করে সেটিকে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে। এবং নিজের যাবতীয় ডকুমেন্ট সমেত তা জমা করতে হবে।
যারা যারা পশ্চিমবঙ্গের এই শিল্প নিয়োগে আবেদন করতে ইচ্ছুক, তারা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো করে পড়ে নিতে পারেন। এবং নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন।





চাকরির আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *