রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। এবার রাজ্যে আয়কর বিভাগ তথা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে ভালো কোনো নিয়োগের খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। কর্মীদের সরাসরি নিযুক্ত করা হবে এখানে। সঙ্গে থাকছে মাসিক মোট অঙ্কের বেতন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত বিবরণ।

Income Tax Department Recruitment
নিয়োগকারী সংস্থা: ভারত সরকারের অর্থ মন্ত্রকের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে আয়কর তথা ইনকাম ট্যাক্স বিভাগের অধীনে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: আয়কর বিভাগ তথা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই নিয়োগের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ইয়াং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 40,000/- টাকা।
আবেদন পদ্ধতি: নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ভালো করে পূরণ করে ফেলতে হবে।
সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
সঙ্গে অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন ফর্মের মধ্যে।
নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো জুড়ে দিন ফর্মের মধ্যে। সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
সেক্ষেত্রে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে কিংবা ইমেল করে পাঠাতে পারেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের আবেদনপত্র জমা পড়ার পর প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট করা হবে। তারপর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। সবশেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office Of The Principal Chief Commissioner Of Income Tax, West Bengal & Sikkim, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata – 700069
আবেদনের সময়সীমা: আগামী 10/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আবেদনপত্র পাঠানোর ইমেল ঠিকানা দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE 


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *