চাকরি প্রার্থীদের জন্য বিশেষ এক নিয়োগের সুখবর। এবার কেন্দ্রীয় সরকারের তরফে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে যদি দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। মাসিক সুউচ্চ বেতন এর এই চাকরিতে আপনিও চাইলে খুবই সহজে আবেদন জানাতে পারবেন। আসুন তবে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

Narcotics Control Bureau Recruitment
নিয়োগকারী সংস্থা: কেন্দ্রীয় তথা ভারত সরকারের তত্ত্বাবধানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীনে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে নেওয়া হচ্ছে কর্মী।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া লিংক থেকে।নিয়োগের আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এই আবেদনপত্রটি। এখানে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিন।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব এখন নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। 
পদ – ইন্টেলিজেন্স অফিসার
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক সর্বোচ্চ বেতন 34,800/- টাকা।
আবেদনের সময়সীমা: আগামী 16 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা BIO DATA FORMAT পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ BIO DATA FORMAT: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *