অবশেষে নানান টানাপোড়েনের পর ঘটলো দীর্ঘ জল্পনার অবসান। রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীরা যারা সুদীর্ঘ দিন ধরে প্রাথমিক টেট পরীক্ষার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করছিল, তাদের মনে আশা জাগালো রাজ্য সরকার। সামনেই একুশের বিধানসভা ভোট। তার আগেই রাজ্যে থমকে গিয়েছিল যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, তার নিয়োগ শুরু হবে আগামী দুমাসের মধ্যে।
আজ বুধবার নবান্নে প্রথমে সংগঠিত হয় এক বিশেষ মন্ত্রিসভার বৈঠক, তারপর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাজ্যের টেট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এক আশার বাণী ছুড়ে দেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের সংখ্যা ২০ হাজার জন। এবং শূন্যপদ রয়েছে প্রায় ১৬ হাজার ৫০০ টি। এই শূন্যপদে আগামী ডিসেম্বর থেকেই ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে টেট উত্তীর্ণ প্রার্থীদের এবং তা আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে। এবং টেট পাশ করেও যারা এখন বসে থাকবেন অর্থাৎ যারা চাকরী পাবেন না তাদের পরবর্তীতে নিয়োগ করা হবে ধাপে ধাপে। উদ্দেশ্য একটাই, সবাইকে চাকরি দেওয়া।
সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই তড়িঘড়ি করে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বাস দেন মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর পার হাতে চলেছে, সেই ২০১৭ সালে ফর্ম ফিলআপ হয়েছিল শেষ বারের মত। বিভিন্ন সময়ে টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে নানান কথা বলা হলেও আপাতত তা ডুমুরের ফুল। কিন্তু বুধবার খোদ মুখ্যমন্ত্রী বলেছেন যে, রাজ্যে যে আড়াই লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করেছিল তাদের পরীক্ষা নেওয়া হবে আগামী বিধানসভা নির্বাচনে এর আগে অনতিবিলম্বে। এবং মূলত অফলাইনের মাধ্যমে হবে এই পরীক্ষা এটিও জানিয়েছেন তিনি।

