টাটা কোম্পানি সম্পর্কে অবগত নয় এমন লোক সারা দেশে খুঁজে পাওয়া প্রায় মুশকিল। এবার দেশের এই বিখ্যাত টাটা স্টিল কোম্পানিতে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একজন চাকরি প্রার্থী হয়ে আপনি যদি দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: দেশের বিখ্যাত টাটা স্টিল (TATA STEEL) কোম্পানির তরফে জারি হয়েছে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: টাটা স্টিল কোম্পানির এই নিয়োগের মধ্য দিয়ে মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা তথা ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: জেনারেল প্রার্থীদের জন্ম সাল হতে হবে 2005 এর আগে এবং 1991 এর পরে। এবং SC/ST প্রার্থীদের জন্মসাল হতে হবে 2005 এর আগে এবং 1988 এর পরে।
আবেদন পদ্ধতি: মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. নিজের যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: আগামী 11 আগস্ট, 2023 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE 
MORE JOB UPDATES: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 
        
        
