সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।

National Highway Authority Job 2023
নিয়োগকারী সংস্থা: ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ তথা National Highway Authority of India (NHAI) এর তরফে থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার/ Deputy General Manager (Media Relation) পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন প্রদান করা হবে। নিয়োগের পর পর মাসিক বেতন 78,800/- টাকা থেকে শুরু হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করুন সবার প্রথমে। নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন।
এরপর, আবেদনের হার্ড কপি তথা প্রিন্ট আউট কপি বের করে সেটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন নির্দিষ্ট তারিখের মধ্যে।
হার্ড কপি পাঠানোর ঠিকানা: GM (HR & Admn)-III, National Highways Authority of India, Plot No.G5-&6, Sector-10, Dwarka, New Delhi-110075
আবেদনের সময়সীমা: আগামী 03/08/2023 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবং আগামী 10/08/2023 তারিখের মধ্যে আবেদনের হার্ড কপি পাঠাতে পারবেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE 


MORE JOB NEWS: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *