চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বেশ কিছু শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার 

 

যদি আপনি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে খবরটি শুধু আপনার জন্য। পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড কর্তৃক নিয়োগ করা হবে বেশ কিছু কর্মী যা নিম্নে বিস্তারিত দেওয়া হলো-


পদের নাম: ওয়্যারলেস সুপারভাইজার




মোট শূন্যপদ:
মোট রয়েছে ৭৪টি। যার মধ্যে পুরুষ ৬৭টি এবং মহিলা ৭টি।


বয়সসীমা: চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে যারা SC, ST ও OBC এদের বিশেষ ছাড় দেওয়া হবে বয়সে।


শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে মূলত ফিজিক্স/ রেডিও ফিজিক্স/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলি কমিউনিকেশনস/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি থেকে।

 

ভাষাগত যোগ্যতা: বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি পড়তে ও লিখতে জানতে হবে। নিয়মটি শুধু প্রযোজ্য হবে না দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারী প্রার্থীদের জন্য।




আবেদন মূল্য:
জেনারেল- 325 টাকা( আবেদন মূল্য 300 এবং 25 টাকা প্রসেসিং ফি 25 টাকা)


SC/ ST/ OBC- শুধু 25 টাকা প্রসেসিং ফি


অফিসিয়াল ওয়েবসাইট: http://wbpolice.gov.in


আবেদনের শেষ তারিখ: 23 মার্চ বিকাল 5 টা পর্যন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *