রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে সঙ্গে থাকুন।
পদের নাম: প্রার্থীদের মূলত ম্যানেজমেন্ট ট্রেইনি হিসাবে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে এর অধীনে যেসব পদ রয়েছে,
ম্যানেজমেন্ট ট্রেইনি (রাসায়নিক) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (বয়লার) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (মেকানিক্যাল) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (ইলেকট্রিকাল) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (ইনস্ট্রুমেন্টেশন) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (সিভিল) 
ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (নিরাপত্তা) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (সিসি ল্যাব) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (মার্কেটিং) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (আইটি) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (মানব সম্পদ) 
ম্যানেজমেন্ট ট্রেইনি (এইচআরডি) 
ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (প্রশাসন)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন/ স্টাইপেন্ড: এখানে নিযুক্ত হওয়ার পর পর প্রার্থীদের মাসিক বেতন/ স্টাইপেন্ড বাবদ 30,000/- টাকা করে প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
অনলাইন রেজিস্ট্রেশন তথা আবেদনের ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 09/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সহ যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE 
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE
        
        
