আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এবার ইউরেনিয়াম কর্পোরেশনের তরফে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। মূলত গ্রুপ A, B লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আরো বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: ইউরেনিয়াম করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: মূলত গ্রুপ A ও B লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। এবং এই গ্রুপের অধীনে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
Group- A
1. Deputy General Manager(P&IRs)/ Chief Manager (P&IRs)
2. General Manager(P&IRs)
3. Asstt. Manager (CS)/ Asstt. Manager (Personnel)
4. Addl. Manager(P&IRs)/ Dy.Manager(P&IRs)/ Asstt. Manager (P&IRs)
5. Deputy Superintendent (Civil)/ Asstt. Superintendent (Civil)
6. Deputy Manager (Security)/ Asstt. Manager (Security)
7. Chief Superintendent (Civil)/ Superintendent (Civil)/ Addl. Superintendent (Civil)/ Deputy Superintendent (Civil)
Group- B
1. Supervisor(Civil)
2. Supervisor(Chemical)
3. Foreman(Instrumentation)
4. Foreman (Mechanical)
5. Foreman (Mining)
6. Foreman (Survey)
7. Foreman(Electrical)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: পদ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা বিভিন্ন। সেক্ষেত্রে গ্রুপ B লেভেলের পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। এবং গ্রুপ A লেভেলের অধীনে বিভিন্ন পদের জন্য বয়সসীমা বিভিন্ন। সেক্ষেত্রে কিছু কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 এবং কিছু কিছু পদের ক্ষেত্রে 50 বছর।
আবেদন পদ্ধতি: সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে ফেলুন নিজের যাবতীয় তথ্য দিয়ে। নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করে এগুলি সব এবার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 18/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

