আপনি কি করোনা ভ্যাকসিন নিয়েছেন? তবে ভুল করেও করবেন না এগুলো কাজ!

সারা বিশ্ব তথা দেশের একমাত্র বড়ো আতঙ্ক ও ভয় যে এককালে করোনা ভাইরাস ছিল এবং এখনও বর্তমান, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক টানাপোড়েনের তৈরি হয় এবং মানুষের হাতে আসে করোনা ভ্যাকসিন, যার ফলে অনেকের কিছুটা হলেও অবসান ঘটেছে করোনা নিয়ে দুশ্চিন্তার। যাইহোক করোনা ভ্যাকসিনই যে একমাত্র প্রতিকার এমনটা কিন্তু কখনোই স্বীকার করতে নারাজ একদল চিকিৎসাবিজ্ঞানী। তাদের মতে, এমন কিছু কাজ রয়েছে যেগুলো করোনা ভ্যাকসিন নেওয়ার পর কখনোই করা উচিত নয় এবং কিছু নিয়ম বরাবরই টিকা নেওয়ার পরেও মেনে চলতে হবে।




১. মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো: আপনি যদি মনে করেন যে আপনি টিকা নিয়ে নিয়েছেন বলে আপনি একশো শতাংশ করোনা থেকে মুক্ত এবং এই ভেবে মাস্ক না পরে ঘুরে বেড়াবেন তবে আপনি বড়ো ভুল করবেন। আপনাকে টিকা নেওয়ার পরেও কিছু নিয়ম মেনে মাস্ক ব্যবহার করে যেতে হবে। আপনি যদি কোথাও একা থাকেন কিংবা তাদের সঙ্গে মেলামেশা করছেন যারা ভ্যাকসিন নিয়েছেন সেক্ষেত্রে মাস্ক তেমনটাও আবশ্যিক না হলেও একেবারে গায়ে হাওয়া লাগিয়ে মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে প্রতিবারই বারণ করেছেন চিকিৎসকেরা।

২. সোশ্যাল ডিসটেন্সিং না মেনে চলা: এটা এমন একটা বিষয় যেটা অনেকেই পছন্দ না করলেও করোনা আবহে মানতে বাধ্য হয় সকলই। কিন্তু বর্তমানে মানুষের মনের থেকে অনেকটাই ভয় কেটে গেলেও কিছু ক্ষেত্রে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। করোনা -এর দ্বিতীয় টিকা নেবার পরেও সবার শরীরে ইমিউনিটি ক্ষমতা সমান ভাবে কাজ না করার ফলে কিংবা কারও ক্ষেত্রে কিছুটা বেশি সময় নিয়ে ভ্যাকসিন কাজ করে বলে মেনে চলতে হবে সোশ্যাল ডিসটেন্সিং।


৩. অযথা ভ্রমন করে বেড়ানো: আপনি কি প্রথম ভ্যাকসিন কিংবা করোনা -এর দুটো ভ্যাকসিন নিয়ে নিয়েছেন? এবং নিজেকে সম্পূর্ণ নিরাপদ ভেবে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তবে আজই বন্ধ করুন অযথা ঘুরে বেড়ানো। কোনো বিশেষ কারণ ছাড়া কোথাও যাবেন না এবং গেলেও বিশেষ সতর্কবার্তা অবলম্বন করুন। 

এককথায়, সাবধানের মার নেয়। তাই চেষ্টা করুন সর্বদা সাবধানে থাকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *