সিবিআই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ, বেতন 39,000 টাকা | CBI Recruitment 2022

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ নিয়োগের সুখবর। আজ এক অন্য ধরনের চাকরির নিয়োগ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা CBI দপ্তরের তরফে নেওয়া হচ্ছে কর্মী। প্রধান দু ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। অনেক পড়াশোনা করার পর দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে এই খবরটি শুধু আপনার জন্য। মাসিক সুউচ্চ বেতনে নিয়োগ হচ্ছে কর্মী। খুব সহজেই করতে পারেন আবেদন। তবে আসুন আর দেরি না করে এর বিস্তারিত খুঁটিনাটি জেনে নিই।

CBI Recruitment 2022
পদের নাম: প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা, লেকচারার ‘ল’ এবং লেকচারার ক্রিমিনোলজি।
নিচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন ইত্যাদি দেওয়া হলো।
পদের নাম – লেকচারার ‘ল’ 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ল বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সঙ্গে এক বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে।
পদের নাম – লেকচারার ক্রিমিনোলজি
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি পাস করে থাকতে হবে। সঙ্গে এক বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে।
মাসিক বেতন: দু রকম পদেই মাসিক বেতন সমান। নিয়োগের সঙ্গে সঙ্গে মাসিক সর্বনিম্ন বেতন 15,600/- টাকা। এই বেতন সর্বোচ্চ 39,100/- টাকা অব্দি হতে পারে।
প্রার্থীর বয়সসীমা: দু ধরনের পদে আবেদনের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর রাখা হয়েছে। অর্থাৎ এই বয়সের নিচে প্রাপ্ত বয়স্ক যেকেউ আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে পারবেন মূলত অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদন জমা করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
2. সেক্ষেত্রে নিচে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম খুব ভালো করে যত্ন সহকারে পূরণ করুন।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন
5. তারপর যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার 
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Dy. Director (Pers.), Central Bureau Of Investigation, 5-B, 7th Floor, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003
আবেদনের সময়সীমা: আগামী 22/11/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment