পশ্চিমবঙ্গে সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যে এবার ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। এর মধ্য দিয়ে বিশেষ করে শিশু সুরক্ষা দপ্তরে নেওয়া হবে কর্মী। আপনি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে তথা অনেক পড়াশোনা করার পর চাকরির খোঁজে থেকে থাকলে এটি একটি দুর্দান্ত সুযোগ আপনার জন্য। এখানে খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন আপনিও। নিচে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, দেখে আবেদন করে নিন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে আয়োজিত হচ্ছে এই নিয়োগ। এর মধ্য দিয়ে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অধীনে চাইল্ড প্রটেকশন ইউনিট তথা শিশু সুরক্ষা দপ্তরে নেওয়া হবে কর্মী।
পদের নাম: রাজ্যের এই নিয়োগের (WB Govt Recruitment 2022) মধ্য দিয়ে মূলত এক নতুন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। পদের নাম – কাউন্সিলর (Counsellor)।
যেভাবে আবেদন করবেন: আবেদন করতে পারবেন মূলত অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে যেভাবে করবেন আবেদন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিন।
2. এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো জুড়ে দিন এবং সিগনেচার করবনে এই অ্যাপ্লিকেশন ফর্ম এর মধ্যে।
6. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই করে একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে গেলে আপনাকে প্রধানত স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সাইকোলজি শাখায় স্নাতক পাশ করে থাকলে নিয়োগে অগ্রাধিকার পাবেন আপনি।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এখানে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 13,500/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। এখানে রাখা হয়েছে মোট 80 (Eighty) নম্বর।
এখানে যারা উত্তীর্ণ পাবেন, তারা ডাক পাবেন পরবর্তী ধাপে তথা কম্পিউটার টেস্ট এর জন্য। এখানে রাখা হয়েছে 10 নম্বর।
সবার শেষে প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। এখানে রাখা হয়েছে 10 নম্বর।
অর্থাৎ, প্রার্থীদের ভালো করে যাচাই করে মোট 80+10+10=100 এর মধ্যে নম্বর প্রদান করা হবে। তারপর যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা ও ঠিকানা: আগামী 12/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিন। ঠিকানা – District Child Protection Unit, Treasury Building (Ground Floor), Office of the District Magistrate, Jhargram
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হলো, এখানে নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE