ভালো এক নিয়োগের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। এবার রাজ্যে সাহিত্য অ্যাকাডেমিতে নেওয়া হচ্ছে কর্মী। বিভিন্ন গ্রুপ সি পদে কর্মীদের নিযুক্ত করা হবে এখানে। বিভিন্ন প্রান্ত থেকে সহজেই এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন শুরু হবে এবং সর্ব্বোচ নানা যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এখানে। একই সঙ্গে বেশ কয়েকটি পদে নেওয়া হচ্ছে কর্মী। মাসে উচ্চ বেতনের এই চাকরিতে যদি আপনিও আবেদন জানাতে চান তবে আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যেমন, স্টেনোগ্রাফার গ্রেড ২, রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাব এডিটর, সিনিওর অ্যাকাউন্ট্যান্ট, সেলস কাম এক্সহিবিশন অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আবেদন শুরু হবে। সর্বোচ্চ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন উচ্চ যেকোনো যোগ্যতার জন্য উচ্চ পদের চাকরি রয়েছে এখানে। পদ অনুযায়ী বিস্তারিত যোগ্যতা জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই এখানে। সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 40 বছর। অর্থাৎ, এর নিচে মোটামুটি যেকেউ আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হচ্ছে কর্মীদের। চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 25,500/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. নিচে আবেদনপত্রের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করুন এই আবেদনপত্রটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দিন ফর্মে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 26 নভেম্বর, 2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL NOTIFICATION 2: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE