রাজ্যের সরকারি এক শিল্প দপ্তরে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, পঞ্চম শ্রেণী পাশে আবেদন করুন | WB Govt Group-D Recruitment 2022

ভালো সুখবর চাকরির প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের এক শিল্প দপ্তরের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। মূলত জেলা স্তরে নেওয়া হবে কর্মী। এখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ (WB Group-D Recruitment 2022) করা হবে। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে ন্যুনতম ও শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ যোগ্যতায় আপনি নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, দেখে নিন।

WB Group-D Recruitment 2022

নিয়োগকারী সংস্থা ও পদের নাম:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের এক শিল্প দপ্তর তথা রেশম শিল্প দপ্তরে নেওয়া হবে কর্মী। এর মধ্য দিয়ে রাজ্যের জেলা লেভেলে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। সেন্ট্রাল নার্সারি ও সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট কাজ করার জন্যই এই কর্মী নিয়োগ করা হচ্ছে। 
শিক্ষাগত যোগ্যতা:
রাজ্যের এই সরকারি নিয়োগ (WB Govt Recruitment 2022) এ আবেদন জানাতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করে থাকতে হবে। উচ্চ শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রার্থীর বয়সসীমা:
01/07/2022 এর হিসাব অনুযায়ী এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি:
মূলত অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মধ্য দিয়ে এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন,
1. সেক্ষেত্রে নিচে দেওয়া লিঙ্ক থেকে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করে ফেলুন এই আবেদনপত্রটি।
3. নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল তথ্য দেবেন।
4. সঙ্গে আঁধার কার্ড ও ভোটার কার্ড নম্বর দিয়ে দেবেন। এখানে অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
5. তারপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
রাজ্যের এই সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
3. ভোটার কার্ড
4. আঁধার কার্ড
5. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসাবে পঞ্চম শ্রেণী পাশের মার্কশিট রাখতে পারেন
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
এখানে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।
1. সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর সেগুলি শর্ট লিস্টিং করে বাছাই করে নেওয়া হবে।
2. শর্ট লিস্টেড প্রার্থীদের সরকারি ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য।
3. সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি ও সক্ষমতা টেস্ট করে তাদের সার্বিকভাবে যাচাই করা হবে।
4. সবার শেষে তাদের নিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে করা হবে নিয়োগ।
আবেদনের সময়সীমা:
আগামী 03/08/2022 তারিখের মধ্যে এবং বিকাল 4 টার মধ্যে আপনাকে পাঠাতে হবে আবেদনপত্র। সেক্ষেত্রে উপরোক্ত আবেদন প্রক্রিয়া অনুসরণ করুন।
আবেদন পাঠানোর ঠিকানা:
উপ অধিকর্তা রেশম শিল্প দপ্তর, ১ নং ক্যান্টনমেন্ট রোড, পোস্ট: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ, পিন: ৭৪২১০১
নিচে এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে এর মধ্যেই নিয়োগের আবেদনপত্র তথা Application Form দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE WB GOVT JOB: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment