পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিজ্ঞান ক্ষেত্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিজ্ঞান ক্ষেত্রে নেওয়া হচ্ছে কর্মী। মাসিক উচ্চ বেতন প্রদান করা হবে কর্মীদের। খুব সহজেই ইমেল এর মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। নিয়োগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে বিভিন্ন যোগ্যতায় যেকোনো বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। যথা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিউটর ইত্যাদি পদে নেওয়া হচ্ছে কর্মী।
মাসিক বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। প্রিন্সিপাল পদের ক্ষেত্রে বেতন 65,000/- টাকা, ভাইস প্রিন্সিপাল এর ক্ষেত্রে 60,000/- টাকা, প্রফেসর এর ক্ষেত্রে 54,000/- টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 33,000/- টাকা এবং টিউটর পদের ক্ষেত্রে মাসিক বেতন 26,000/- টাকা রাখা হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সে তেমন কোনো বাঁধা সীমা নেই। তবে প্রতিটি পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা আলাদা। প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর, প্রফেসর পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 60 বছর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর এবং টিউটর পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ এখানে আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন এ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে, দেখে নিতে পারবেন।
আবেদন পদ্ধতি: অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ইমেল এর মাধ্যমে কয়েকটি ধাপে আবেদন জানাতে হবে।
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
2. এই অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে সেটি একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এটি ভালো করে যত্ন সহকারে পূরণ করতে হবে আপনাকে।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন এখানে।
5. তারপর এই ফর্ম সঙ্গে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে পিডিএফ আকারে তৈরি করে নিন।
6. যাইহোক, এগুলি একটি সিঙ্গেল পিডিএফ ফরম্যাটে তৈরি করে নির্দিষ্ট ইমেল এড্রেসে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: ইন্টারভিউয়ের সময় বেশ কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। এগুলি নিচে উল্লেখ করা হয়েছে।
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. প্যান কার্ড
3. ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া: নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। সেক্ষেত্রে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের শর্ট লিস্টিং করে সবার প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।
সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। তারপর যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 30/11/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
ইমেল ঠিকানা: নিচে দেওয়া ইমেল এড্রেসে আবেদনপত্র পাঠাবেন। সঙ্গে যাবতীয় বিভিন্ন ডকুমেন্ট পিএফডি করে পাঠাতে হবে। recruitment@wbuhs.ac.in
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: আগামী 06/12/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সকাল 11 টা থেকে শুরু হবে ইন্টারভিউ। নিচে ইন্টারভিউয়ের কেন্দ্র উল্লেখ করা হয়েছে। Office of the West Bengal University of Health Sciences, DD-36, Sector- I, Saltlake, Kolkata- 700064
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE