রাজ্যজুড়ে সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগের। এর মধ্য দিয়ে রাজ্যে সরকারি স্কুলে বিভিন্ন বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। এখানে এই সরকারি বিদ্যালয়গুলোতে আপাতত বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক এবং শিক্ষিকা নেওয়া হবে। এর পাশাপাশি এখানে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকেউ চাইলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সর্বনিম্ন অষ্টম কিংবা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখনো জানাতে পারবেন চাকরির জন্য আবেদন। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে।
পদের নাম:
সরকারি বিদ্যালয়গুলোতে প্রতিটি বিষয়ের ওপর শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। সঙ্গে এখানে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। নিচে পদ রয়েছে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।
শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ (Teacher Recruitment): নিচে বিষয়ভিত্তিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বিষয়, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা দেওয়া হলো।
বিষয়:
মোট 6 টি বিষয়ের ওপর শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়োগ করা হচ্ছে। যথা, বাংলা, ইংরেজি, অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সাইন্স, ইতিহাস ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে আবেদনের জন্য। সঙ্গে স্বীকৃত সংস্থা থেকে B.Ed. করা থাকতে হবে। উল্লেখ্য, এখানে সরকারি রিটায়ার্ড কর্মীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা:
কোনো রকম বাঁধা সীমা রাখা হয়নি বয়সের ক্ষেত্রে। সর্বোচ্চ 63 বছরের মধ্যে নারী কিংবা পুরুষ নির্বিশেষে যেকেউ সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন আবেদনের ক্ষেত্রে।
ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ (WB Clerk and Group-D Recruitment): নিচে ক্লার্ক ও গ্রুপ ডি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা দেখে নিন।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। অন্যদিকে গ্রুপ ডি পদে আবেদনের জন্য ন্যুনতম অষ্টম পাশ করে থাকলে চলবে। এখানেও রিটায়ার্ড কর্মীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
এখাত্রেও বয়সের ক্ষেত্রে কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 63 বছরের মধ্যে যেকেউ চাকরিতে আবেদন যোগ্য।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন,
1. সেক্ষেত্রে আবেদনপত্রটি ডাউনলোড করে নিন সবার প্রথমে। এবং একটি সাদা A4 সাইজের পেপারে বের করতে হবে।
2. নিজের যাবতীয় নানান তথ্য যেমন, নাম, বাবার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. সঙ্গে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবেন। নিয়োগের যাবতীয় আপডেট এর মাধ্যমেই দেওয়া হবে আপনাকে।
4. এরপর নিজের যাবতীয় কিছু শিক্ষাগত ও অন্যান্য ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং Self Attested করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করবেন।
6. তারপর নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করতে হবে।
7. সবার শেষে এগুলি সব একটি খামের মধ্যে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদন এর ক্ষেত্রে তথা ইন্টারভিউ কেন্দ্রে যেসব ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট
2. ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
3. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. সর্বশেষ বেতন তোলার সার্টিফিকেট
5. সর্বশেষ পেনশন তোলার সার্টিফিকেট
6. PPO এর কাগজ
নিয়োগ প্রক্রিয়া:
কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের এক এক করে ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। সবার শেষে মেরিট লিস্ট তৈরি করে করা হবে নিয়োগ।
ইন্টারভিউয়ের দিনক্ষণ:
আগামী 10/08/2022 তারিখে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এবং 11/08/2022 তারিখে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের জন্য নেওয়া হবে ইন্টারভিউ।
ইন্টারভিউয়ের স্থান:
Meeting Hall of the SDO Office, Jangipur, Murshidabad
আবেদনের জন্য:
এখানে আপনি আগামী 01/08/2022 তারিখের মধ্যে আবেদন জানতে পারবেন। সেক্ষেত্রে উপরের আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
OFFICIAL NOTIFICATION / APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE