ঘরে বসেই অনলাইনের মাধ্যমে 35-40 হাজার টাকা মাসে, যোগ্য আপনিও | Online Money Earning 2022

কে না চাই টাকা ইনকাম করতে? বেশি বেশি টাকা উপার্জন করে ধনী হতে? সবার উদ্যেশ্য একটাই – পর্যাপ্ত টাকা উপার্জন করে সকল চাহিদা পূরণ করা। তবে সবার উপার্জনের উপায় এক নয়, আলাদা আলাদা। কেউ সরকারি চাকরির সঙ্গে যুক্ত, কেউ বেসরকারি কাজ করছে কেউ বা আবার নিজের ব্যবসা খুলেছে যেখান থেকে তারা উপার্জন করছে টাকা। কেউ বা আবার এসব অফলাইনে বিজনেস থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ আলাদা পথ তথা অনলাইনের মাধ্যম বেছে নিয়েছেন। 

Online Money Earning 2022
আজ এমনি একটি অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করবো আমরা। ঘরে বসেই এখানে অনেক টাকা উপার্জন করতে পারবেন। আমরা বর্তমান যুগে নানান অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে থাকি। এদের মধ্যে রয়েছে যেমন, Paytm, PhonePe, Google Pay, Amazon Pay ইত্যাদি। এসব আমরা প্রতিনিয়িত ইউজ করে থাকি নানান অনলাইন পেমেন্ট এর জন্য। যেমন, মোবাইল রিজার্ভ, বিদ্যুৎ বিল জমা, গ্যাস বিল জমা, অনলাইন এ শপিং তথ্য কেনাকাটা ইত্যাদি থেকে শুরু করে দৈনন্দিন নানান কাজে লেগে থাকে এই পেমেন্ট অ্যাপ গুলি। আপনারা মূলত অনলাইন পেমেন্ট এর কাজে ব্যবহার করি এসব অ্যাপ। কিন্তু এগুলো অ্যাপ থেকেও যে প্রতিনিয়িত অনেক টাকা উপার্জন করা যায় তা অনেকেরই অজানা। আজ আমরা Paytm নিয়ে আলোচনা করবো যেটি ব্যবহার করে আপনি মাসিক ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন।
Paytm এ কাজ করার জন্য যোগ্যতা: সবার প্রথমে জেনে নেওয়া যাক এখানে কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা। নিচে আলোচনা করা হলো,
1. প্রথমত আপনার একটি ভালো অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন দরকার এই কাজের জন্য। আজকাল সবার কাছেই থাকে এই অ্যান্ড্রয়েড মোবাইল।
2. আপনার বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। এই বয়সের ঊর্ধ্বে যেকেউ আবেদন জানাতে পারবেন।
3. এখানে কাজ করার ক্ষেত্রে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। সেক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।
4. আপনার মোবাইল, ইন্টারনেট ইত্যাদি সাধারণ কাজ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
Paytm এ কাজের ধরন ও পদ্ধতি: আপনাকে এখানে কাজ করতে গেলে সবার প্রথমে অনলাইনের মাধ্যমে Paytm এর সার্ভিস এজেন্ট হতে হবে। যাইহোক, নানান দোকানে যেখানে কাস্টমার এর আনাগোনা বেশি, কিংবা ছোট বড় যেকোনো দোকানে আপনি QR কোড লাগিয়ে ইনকাম জেনারেট করে নিতে পারেন। মোটামুটি মাসে 35 থেকে 40 হাজার টাকা অব্দি ইনকাম করতে পারবেন আপনি এই কাজের মধ্য দিয়ে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিম্নলিখিত কয়েকটি ধাপ অনুসরন করুন,
1. এক্ষেত্রে সবার প্রথমে আপনাকে Paytm এর এই অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করে নিতে হবে।
2. এর ডাইরেক্ট লিঙ্ক – https://paytm.com/psa তে চলে গেলে আপনার সামনে নতুন পেজ খুলবে।
3. তারপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
5. যাইহোক, সবার শেষে আপনাকে সিলেক্ট করে আপা Paytm এর তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে 
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
নিচে অনলাইন অফিসিয়াল আবেদনের লিংক দেওয়া হয়েছে, সেখান গিয়ে আবেদন জানাতে পারেন। ওপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন সেক্ষেত্রে।
APPLY ONLINE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো আপডেট পেতে চান? আজই যুক্ত হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment